বাড়ি ভাঙার কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম প্রবীর মল্ল (৩০)। বাড়ি ভাতাড় থানার আমারুণের আড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ছোটনীলপুর এলাকায়।
রবিবার সকালে বর্ধমান শহরের ছোটনীলপুর আমবাগান এলাকায় একটি একতলা বাড়ি ভাঙার কাজ করছিলেন প্রবীর মল্ল সহ অন্যানরা। হঠাৎ করে ছাদ ভাঙার সময় আচমকাই ছাদটি ধ্বসে পড়তে শুরু করে। প্রবীর মল্লের বুকের ওপর এসে পড়ে ছাদের অংশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Like Us On Facebook