পূর্ব বর্ধমানের রায়নায় শুক্রবার থেকে বন্ধ বেশ কয়েকটি রুটের বাস চলাচল, চরম দুর্ভোগে বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কালভার্ট তৈরির জন্য রাস্তার একদিকের মাটি খোঁড়া হয়েছিল। পাশের অংশ দিয়ে পাথর বোঝাই ডাম্পার যেতে গেলে রাস্তায় ধস নামে। ফলে বন্ধ হয়ে যায় বড় গাড়ি চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়না বাজারের কাছে রাস্তার ওপর তৈরি হচ্ছিল কালভার্ট। সেজন্য রাস্তার একদিকের মাটি কাটা হয়েছিল। পাশ দিয়ে চলাচল করছিল গাড়ি। কয়েকদিনের প্রবল বর্ষণে রাস্তার মাটি নরম হয়ে যায়। সরু রাস্তা দিয়ে একটি পাথর বোঝাই ডাম্পার যেতে গেলে রাস্তায় ধস নামে। রাস্তার কাটা অংশে উল্টে যায় ডাম্পারটি। তার জেরে বন্ধ হয়ে গিয়েছে ওই রাস্তায় বাস সহ বড় যান চলাচল। ওই রাস্তায় ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসনও। এরফলে বর্ধমান-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে নাজেহাল স্কুল পড়ুয়া সহ নিত্যযাত্রীরা। রাস্তা মেরামতির কাজ চলছে জোর কদমে।


Like Us On Facebook