বুধবার আসানসোলের সালানপুর থানার লেফ্টব্যাঙ্ক মোড়ে কল্যানেশ্বরী-মাইথন জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। এলাকার মানুষজনের অভিযোগ – গত ৩ ফেব্রুয়ারি লেফ্টব্যাঙ্ক মোড় সংলগ্ন এলাকায় একটি জিপের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন স্থানীয় যুবক আহত হন। পরে হাসপাতালে এক জনের মৃত্যু হয় এবং আহত দু’জন এখনও চিকিৎসাধীন। পুলিশ ঘাতক জিপটির চালক ও মালিককে এখনও আটক করেনি, শুধুমাত্র জিপটি বাজেয়াপ্ত করেছে। স্থানীয় মানুষ ক্ষতিপূরণের দাবিতে কল্যানেশ্বরী-মাইথন জিটি রোড এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ এসে আশ্বাস দিলে স্থানীয় মানুষ বিক্ষোভ তুলে নেয়।