জলের দাবিতে শনিবার সকালে রাস্তা আবরোধ করলেন আসানসোল পুরসভার ৬৮ নং ওয়ার্ডের বরাকরের হনুমান চড়াই এলাকার মানুষজন। এদিন স্থানীয়রা বরাকরে জাতীয় সড়ক অবরোধ করেন। এই অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় মানুষজনের অভিযোগ, প্রতি বছরের মত এবারও গরম পড়তেই জলের সমস্যা দেখা দিয়েছে কুলটির বরাকরের ৬৮ নম্বর ওয়ার্ডের হনুমান চড়াই এলাকায়। অবরোধকারীরা দাবি করেন মেয়র এসে যতক্ষণ না তাঁদের সমস্যার সমাধান করবেন ততক্ষণ তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন। এব্যাপারে আসানসোল কর্পোরেশনের জল বিভাগের মেয়র পারিষদ পূর্ণশশী রায় বলেন, কুলটিতে জল প্রকল্পের কাজ চলছে দ্রুতগতিতে। তাছাড়া যে সব জায়গায় জলের সমস্যা রয়েছে সেখানে জলের গাড়ি পাঠিয়ে জল সরবরাহ করা হচ্ছে। এই ভাবে রাস্তা অবরোধ করে অন্যের আসুবিধার সৃষ্টি করা ঠিক নয়। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এদিকে বাসিন্দারা বলেন কাউন্সিলরকে বারবার বলেও কোন সুরাহা না হওয়ায় তাঁরা এদিন পথ অবরোধ করতে বাধ্য হন। পুলিশ এসে অবরোধ তুলতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের বচসা বাধে। পরে মেয়রের আশ্বাস পেয়ে বাসিন্দারা অবরোধ তুলে নেন।


Like Us On Facebook