অপ্রতুল বর্ষার করণে রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমানের আমন ধানের চাষীরা ঘোর সঙ্কটে। সেচের জলের সঙ্কট কাটাতে আসরে নেমেছে রাজ্য সরকারও। বুধবার জেলার আউশগ্রামের ভাদা গ্রামে সেচের ব্যবস্থাপনা দেখতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। উল্লেখ্য, মঙ্গলবার থেকে খড়ি নদীর জল রিভার পাম্পের মাধ্যমে ভাদা গ্রামের ধানের জমিতে দেওয়ার কাজ শুরু হয়েছে। দুটি পাম্প চালানো হচ্ছে নদী থেকে। গোটা বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন জেলা কৃষি দফতর।

প্রদীপ মজুমদার জানান, ডিভিসির সেচখালগুলিতে জল ছাড়া হয়েছে। তবে তা সীমিত। সেই জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে চাষীদের জলসঙ্কট কাটাতে কোথাও পাম্পসেট, আবার কোথাও সাবমার্সিবল চালিয়ে সেচের জল জমিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জলাধারে পর্যাপ্ত জল নেই। ৩১ অক্টোবর পর্যন্ত জল দেবে ডিভিসি। তিনি দাবি করেন, সেচের জলের সমস্যা থাকলেও ধান উৎপাদনে তার প্রভাব পড়বে না।



Like Us On Facebook