.

দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে পানাগড়ের দার্জিলিং মোড় থেকে ইলামবাজার পর্যন্ত পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক সংস্কারের কাজের সূচনা হলো শনিবার। এদিন পানাগড়ের হাসপাতাল মোড় থেকে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক সংস্কারের সূচনা করেন গলসির বিধায়ক অলোক কুমার মাঝি, সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাপরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস, কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিনা বেগম প্রমুখ। কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য বলেন, ‘শনিবার থেকে পথশ্রী অভিযানের মাধ্যমে পানাগড় থেকে ইলামবাজার পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তার সংস্কারের কাজের সূচনা করা হল। রাস্তা সংস্কার করতে খরচ হবে ৯ কোটি টাকা।’ স্থানীয়রা বলেন, এই রাস্তা বেহাল থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকত। তবে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। তাঁদের আশা রাস্তা মেরামতের কাজ শেষ হলে ওই রাস্তায় দুর্ঘটনা অনেকটা কমবে।

 

Like Us On Facebook