শীঘ্রই শুরু হতে চলেছে বর্ধমান-কালনা রোডের বর্ধমান থেকে সাতগেছিয়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের কাজ। বর্ধমান শহরের জিটি রোডের কাজ শুরু হওয়ার পর এবার বর্ধমান-কালনা রোডের সম্প্রসারণ ও সংস্কারের কাজে হাত লাগাতে চলেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। আপাতত বর্ধমান-কালনা রোডের সাতগেছিয়া পর্যন্ত প্রায় ৩০ কিমি রাস্তার কাজের সূচনা হতে চলেছে খুব তাড়াতাড়ি। আর এই রাস্তা সম্প্রসারণের কাজ কিভাবে হবে বা কোথাও কোনো সমস্যা আছে কিনা সে সম্পর্কে শুক্রবার জেলা প্রশাসন রিভিউ মিটিং করলেন। হাজির ছিলেন বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ বর্ধমান সদর উত্তর মহকুমাশাসক মুফতি শামিম শওকত, সদর দক্ষিণের মহকুমাশাসক অনির্বাণ কোলে সহ কালনা রোডের এই ৩০ কিমি রাস্তার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি বা ব্লকের বিডিওরাও। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বর্ধমান শহরের বাদামতলা মোড় থেকে কালনা গেট হয়ে সাতগেছিয়া পর্যন্ত এই রাস্তা যা এখন রয়েছে ৫.৫ মিটার চওড়া তা দুপাশেই সম্প্রসারিত করে তৈরী করা হবে ১০.৫ মিটার। বাদামতলা মোড় থেকে কালনা রোড হয়ে সাতগেছিয়া পর্যন্ত রয়েছে মোট ২৭ কিমি। অন্যদিকে, বর্ধমান ষ্টেশন হয়ে সাতগেছিয়া পর্যন্ত রয়েছে মোট ৩০ কিমি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ষ্টেশন থেকে কালনা গেট পর্যন্ত ৩ কিমি রাস্তারও সম্প্রসারণ করা হবে। আর এই সম্প্রসারণ করতে গিয়ে যাতে কোন বাধা বিপত্তি না আসে সে বিষয়েও এদিন বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Like Us On Facebook