কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের স্থায়ী করণের দাবিতে বিক্ষোভ ও আমরণ রিলে অনশন শুরু হয়েছে৷ প্রায় ৩৬জন অস্থায়ী কর্মী গত বৃহস্পতিবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বর্তমানে ১২জন অস্থায়ী কর্মী এখনও আমরণ রিলে অনশন আন্দোলন বজায় রেখেছেন৷
সোমবার এই অস্থায়ী কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে দেখা করলেন তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রাজ্য সহ সভাপতি সীতারাম মুখার্জী সহ এক প্রতিনিধি দল৷ সীতারামবাবু জানান প্রাথমিক পর্যায়ে রেজিস্টার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে৷ তবে একান্তই সমাধান না হলে সংগঠনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হবে৷
Like Us On Facebook