.
নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলার তিনটি বুথে পুননির্বাচন হচ্ছে বুধবার। কাঁকসায় একটি এবং রানিগঞ্জের দুটি বুথে আজ পুননির্বাচন। কাঁকসার পানাগড় বাজারে ১২৮ নম্বর বুথ পানাগড় রেল পার ফ্রি প্রাইমারি স্কুলে পুননির্বাচন হচ্ছে। রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের নুপুর জুনিয়ার বেসিক স্কুলে ৬৯ ও ৭০ নম্বর বুথে হচ্ছে পুননির্বাচন। সোমবার পঞ্চায়েত ভোটে পানাগড়ের ১২৮ নম্বর বুথে দুষ্কৃতীরা ব্যালট বাক্সে ভোটের কালি ঢেলে দেওয়ায় স্থগিত করে দেওয়া হয়েছিল ভোট।
Like Us On Facebook