বুধবার সকাল ৭ টা বাজতেই শুরু হল পুননির্বাচন মেমারি ১এর গন্তার ১ জিপির কবীরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪৩ নং বুথে। দীর্ঘ লাইন বুথের বাইরে। সোমবার ব্যপক ছাপ্পা মারা ও ব্যালট বক্স জলে ফেলে দেওয়ার জন্য বাতিল হয়েছিল এখানকার নির্বাচন।
সোমবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলা জুড়ে জায়গায় জায়গায় সংঘর্ষ, বুথ দখল, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বক্স পুকুরের জলে ফেলে দেওয়া প্রভৃতি ঘটনায় ১৭টি বুথে পুনর্নিবাচন হচ্ছে বুধবার। সোমবার ভোটের দিন অশান্তির জন্য ভোট প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ায় ভাতারের ১৪১ ও ১৪২ নং বুথে, মেমারি -১ নং ব্লকের ৩৯/১, ৪৩, ৬৩, ১২৩, ১২৪, ৫৭ ও ৫৮ নং বুথে, মেমারি -২ নং ব্লকের ৮৩ নং বুথে, পূর্বস্থলী – ২নং ব্লকের ৬৯, ১০৩, ১০৮ এবং ১০৯ নং বুথে এবং গলসির ৯৩ ও ৯৪ নং বুথে এবং বর্ধমান -১নং ব্লকের ১৭নং বুথে পুনর্নিবাচন হচ্ছে।
Like Us On Facebook