.
২০ টাকার নতুন নোট ছাড়ার কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন এই নোটের রং হবে সবুজাভ-হলুদ। আরবিআই জানিয়েছে, নতুন এই নোটের সামনে মহাত্মা গাঁধীর ছবি থাকবে এবং পিছনে থাকবে ইলোরার গুহাচিত্র ও স্বচ্ছ ভারত অভিযানের লোগো। এই নোটে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের সহ থাকবে। নতুন নোট এলেও ২০ টাকার আগের নোটগুলিও চালু থাকবে বলে জানিয়েছে আরবিআই।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook