হলুদ রঙের ‘ইন্ডিয়ান সফট শেল টার্টল’ উদ্ধার হল বর্ধমান ১ ব্লকের কলিগ্রামে। বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্য অর্ণব দাস জানিয়েছেন, কলিগ্রাম দাসপুর ভিটা এলাকার বাসিন্দা বামদেব ভট্টাচার্য গত পরশু পুকুরে মাছ ধরার সময় তাঁর জালে ধরা পড়ে হলুদ রঙের একটি কচ্ছপ। কচ্ছপটি বামদেববাবু বাড়ি নিয়ে যান। এবং কচ্ছপটিকে কী করা যায় সে বিষয়ে তিনি এবং তাঁর পরিবারের সদস্যদের পক্ষ থেকে নানান জনের সাথে আলোচনা করতে থাকেন। বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্যরা ঘটনার কথা জানতে পেরে বামদেববাবুর কাছ থেকে হলুদ রঙের কচ্ছপটি নিয়ে আসেন।

অর্ণব দাস জানিয়েছেন, কচ্ছপটির দেহে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা করা হবে। তারপর বনদফতরের হাতে তুলে দেওয়া হবে হলুদ রঙের কচ্ছপটি। তিনি জানিয়েছেন, এটা আলাদা কোনও প্রজাতি নয়। ইন্ডিয়ান সফট শেল টার্টল। বছর দেড়েকের এই মেয়ে কচ্ছপটির শারীরিক কিছু সমস্যার জন্য হলুদ রঙের হয়েছে। তবে এর হলুদ রঙের কচ্ছপ খুবই বিরল। এর আগে ওড়িশায় একটা এই রকম কচ্ছপ উদ্ধার হয়েছিল।’ মেলানিন কম বা মিউটেশনের জন্য এই রকম হতে পারে বলে জানিয়েছেন তিনি।

 

Like Us On Facebook