মঙ্গলবার রোটারী ক্লাব অব বর্ধমানের উদ্যোগে ‘রণজিৎ ঘোষ স্মৃতি পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বোরহাট রোটারী ভবনে। অনুষ্ঠানের প্রধান অতিথি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য্য ষোড়শীমোহন দাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী অপর্ণা রায়কে ‘রণজিৎ ঘোষ স্মৃতি পুরস্কার’ ও শংসাপত্র প্রদান করেন। ষোড়শীমোহন দাঁ তাঁর বক্তব্যে বলেন,”বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ রাজ্য এবং রাজ্যের বাইরে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এটা আমার এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে গর্বের বিষয় যে আইন বিভাগের ছাত্রীকে রোটারী ক্লাব সম্মানিত করছে। আমি আশা করব অপর্ণার জীবন এবং আচরণ এই সম্মানের যোগ্য হয়ে উঠবে।” এছাড়াও ষোড়শীমোহন দাঁ রোটারী ক্লাবের যাবতীয় সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন।
সহ-উপাচার্য্য ষোড়শীমোহন দাঁ-এর হাত থেকে পুরস্কার গ্রহণ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী অপর্ণা রায় বলেন,”আমার খুব ভালো লাগছে যে আমাকে সম্মানিত করা হল। এটা আমর কাছে একটা বড় অনুপ্রেরণা। আমি চেষ্টা করব এই সম্মানের যোগ্য হয়ে উঠতে।”
রণজিৎ ঘোষ মেমোরিয়াল কমিটির কনভেনর সমীর কুমার চৌধুরি বলেন,”প্রয়াত রণজিৎ ঘোষ একজন প্রখ্যাত আইনজীবী ও শিক্ষানুরাগী ছিলেন। তাঁর জন্মদিনে প্রতিবছর আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সেরা ছাত্র-ছাত্রীদের রণজিৎ ঘোষ স্মৃতি পুরস্কার প্রদান করে থাকি। ২০১১ সাল থেকে আমাদের এই পুরস্কার প্রদান চালু হয়।”