আগামী ২২ এপ্রিল গলসি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। সেই কারণে ২১ এপ্রিল রামনবমীর দিনে শোভাযাত্রার অনুমতি মিলবে না বলেই রবিবার ষষ্ঠীর দিনেই পানাগড়ের রনডিহা মোড় থেকে দার্জিলিং মোড় পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হল। রবিবার বিকাল তিনটে নাগাদ পানাগড়ের রণডিহা মোড় থেকে শোভাযাত্রা বের হয় পানাগড় বাজার রামনবমী কমিটির পক্ষ থেকে।
এদিন রনডিহা মোড় থেকে কয়েক হাজার মানুষের একটি শোভাযাত্রা কাঁকসার ক্যানেল পাড় মোড়ে পৌঁছাতেই সেখানে কাঁকসার মিনি বাজার থেকে অপর একটি শোভাযাত্রা এসে যোগ দেয়। এরপর দুটি শোভাযাত্রা একত্রিত হয়ে পানাগড়ের দার্জিলিং মোড় পর্যন্ত যায়। রামনবমী কমিটির সদস্যরা জানিয়েছেন, করোনার বিধিনিষেধ তো রয়েছেই তার সাথে ধর্মটাকেও পালন করতে হবে, তাই সকলে সিদ্ধান্ত নিয়ে সমস্ত মানুষ মুখে মাস্ক পড়ে এবং হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে নিয়ে আজকের শোভাযাত্রায় অংশ নিয়েছে। তবে প্রতিবছর রামনবমীর দিনে এই শোভাযাত্রা বের হলেও এবার নির্বাচনের বিধি নিষেধের কারণে রবিবারেই শোভাযাত্রাটি করা হল। অপর দিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাঁকসার প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।