নিউ দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে যাত্রীরা বিক্ষোভ দেখালেন আসানসোল স্টেশনে। যাত্রীদের অভিযোগ সোমবার রাতে রাজধানী এক্সপ্রেসের দু’টি কামরায় নিম্ন মানের খাবার সরবরাহ করা হয়েছিল। তাঁরা আরও দাবি করেন ওই খাবর খেয়ে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ রাজধানী এক্সপ্রেস আসানসোল পৌঁছলে যাত্রীরা ক্ষোভপ্রকাশ করেন। যাত্রীদের অভিযোগ রাজধানীতে খাবারের জন্য ২০০ টাকা নেওয়া হয় অথচ সরবরাহ করা খাবার অত্যন্ত নিম্নমানের। পাঁচ মিনিট ধরে যাত্রীরা বিক্ষোভ দেখান আসানসোল স্টেশনে। পরে ট্রেনটি শিয়ালদা’র উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
Like Us On Facebook