মা হলেন শুভশ্রী। পুত্র সন্তানের জন্ম দিলেন টলি নায়িকা। শনিবার সকালেই রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারে এই খুশির খবর। খুশির হাওয়া চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে। রাজ নিজেই জানিয়েছেন এই ভালো খবর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁদের সন্তানের জন্ম হয়েছে। সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের মুহূর্তে সাক্ষী ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী নিজেই।
সন্তানের নাম রেখেছেন ‘য়ুবান’। ভগবান শিবের নামানুসারেই নাম রাখা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। যদিও শুভশ্রী গাঙ্গুলীর দিদি আদর করে নাম রেখেছেন ‘ঋষিরাজ’। মাসিমণি হয়ে তিনি আজ অন্যরকম আনন্দে আছেন বলে জানিয়েছেন দেবশ্রী। খুশিতে মেতে উঠেছেন শুভশ্রীর বাবা ও মা দেবপ্রসাদ গাঙ্গুলী ও বীণা গাঙ্গুলীও। ইতিমধ্যেই অনুরাগীরা ও টলিপাড়ার অন্যান্য অভিনেতারা শুভেচ্ছা জানিয়েছে ‘রাজশ্রী’ কে।
Like Us On Facebook