অজয় নদী থেকে অবৈধ ভাবে বালি পাচার রুখতে যৌথভাবে অভিযান চালাল আসানসোল ও দুর্গাপুর মহকুমা প্রশাসন। শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ২টি ও পান্ডবেশ্বর ব্লকের ১টি অবৈধ বালিঘাটে আচমকা অভিযানে ধরা পড়ে ৩২টি গাড়ি। আসানসোলের অতিরিক্ত জেলাশাসক শশাঙ্ক শেঠির নেতৃত্বে এই অভিযান চলে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহরায় সহ পান্ডবেশ্বরের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে এই অভিযান চলে। অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু বালি ভর্তি গাড়ি ও কিছু খালি গাড়ি। বাজেয়াপ্ত করা গাড়িগুলির কাগজপত্র পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে।

দুর্গাপুর ফরিদপুর ব্লক ও পান্ডবেশ্বর ব্লকের বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা এবং সরকারি জমিতে অবৈধভাবে মজুত করে রাখা বালি, পাথর, মোরাম ও কয়লা ই-অকশন করার নির্দেশ দিয়েছেন আসানসোলের অতিরিক্ত জেলাশাসক।

দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন,”ফরিদপুর ও পান্ডবেশ্বর ব্লকের বিভিন্ন ঘাটে প্রশাসনিক অভিযান হয়েছে আজ। সঠিক কাগজ পত্র দেখাতে না পারায় বেশ কিছু বালি ভর্তি ট্রাক ও ট্রাক্টর আটক করা হয়েছে।”