মিটিং, মিছিল, নাগরিক কনভেনশনের পর বুদবুদ ও কাঁকসা থানা দুর্গাপুর আদালতের অধীনে রাখতে অবশেষে আইনের সাহায্য নিতে জোর প্রস্তুতি শুরু করলেন দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবিরা। শনিবার দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবিরা কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবিদের পরামর্শ নেন। আগামীদিনে প্রয়োজনে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে থানা বিচ্ছিন্ন করার বিজ্ঞপ্তির উপর কি ভাবে মামলা করা যাবে সেই কৌশল জানতেই কলকাতা হাইকোর্টের নামজাদা আইনজীবিদের পরামর্শ নেন দুর্গাপুরের আইনজীবিরা।

দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবীদাস বন্দ্যোপাধ্যায় বলেন,”বুদবুদ ও কাঁকসার মানুষের স্বার্থে প্রয়োজনে মামলা লড়ার জন্য আমরা কলকাতা হাইকোর্টের আইনজীবিদের পরামর্শ নিলাম। সরকার নরম মনোভাব না দেখালে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব আগামীদিনে।”

১০ জানুয়ারি থেকে টানা কর্মবিরতি চলছে দুর্গাপুর আদালতে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি চলবে। সরকার থেকে এবিষয়ে কোন সদর্থক বার্তা না আসায় হতাশ আইনজীবিরা। আগামীদিনে থানা বিচ্ছিন্ন হওয়ার বিজ্ঞপ্তির উপর যাতে মামলা লড়তে পারেন তারই প্রস্তুতি শুরু করেছেন দুর্গাপুরের আইনজীবিরা।