মঙ্গলবার সকালে অন্ডালের মদনপুরের দামোদরের পুবরা ঘাটে ফের অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান হল। এদিন ভূমি রাজস্ব দফতর ও অন্ডাল পুলিশ যৌথভাবে অন্ডালের মদনপুর সংলগ্ন দামোদরের পুবরা ঘাটে অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ টি বালি ভর্তি ট্রাক আটক করে।
জানা গেছে, পুবরা ঘাটে দামোদর নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালির ট্রাক মদনপুর দিয়ে যাতাযাত করায় স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরেই রাস্তা ভেঙে পড়ার অভিযোগ করে আসছিলেন প্রশাসনের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দামোদরের পুবরা ঘাটে ভূমি রাজস্ব দফতর ও অন্ডাল থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ভূমি রাজস্ব দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্ণব বিশ্বাস বলেন, ’বার বার অবৈধ এবং অবৈজ্ঞানিক ভাবে দামোদর থেকে বালি উত্তোলন বন্ধ করতে সতর্ক করা হচ্ছিল, কিন্তু প্রশাসনের সেই সতর্কতা বার্তায় কোন কর্ণপাত করছিল না বালি পাচারকারীরা।তাই মঙ্গলবার অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’