নদিয়ায় বিষমদ খেয়ে মৃত্যুর জেরে নড়েচড়ে বসল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বুধবার রাতে পুলিশ ও আবগারি দফতর যৌথভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই বাজেয়াপ্ত করেছে। বেশ কয়েকজন চোলাই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে চোলাই তৈরির উপকরণ ও সরঞ্জাম।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের চক আঝাপুর এলাকায় দুই চোলাই কারবারি চোলাই বিক্রি করছিল। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ সেখানে হানা দিয়ে দুই চোলাই কারবারিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১১০ লিটার চোলাই বাজেয়াপ্ত করে পুলিশ। অন্যদিকে গলসি থানার পুলিশ অভিযান চালিয়ে চার চোলাই কারবারিকে গ্রেফতার করে এবং তাদের কাছে মজুত রাখা প্রচুর পরিমাণে চোলাই বাজেয়াপ্ত করে। পাশাপাশি, খণ্ডঘোষ থানার পুলিশ চোলাই মজুদ ও বিক্রির খবর পেয়ে সালুন গ্রামে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে প্রায় ৩০ লিটার চোলাই বাজেয়াপ্ত করে। মাধবডিহি থানার পুলিশও এক চোলাই কারবারিকে গ্রেফতার করে। এছাড়াও ভাতার, মেমারি, কালনা, মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৫০০ লিটার চোলাই সহ প্রচুর চোলাই তৈরির উপকরণ ও সরঞ্জাম। গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলে পুলিশ।