বেআইনি ইটভাটা বন্ধ করতে উদ্যোগী হল দুর্গাপুর-ফরিদপুর ব্লক প্রশাসন। রবিবার দুর্গাপুর-ফরিদপুরের বিডিও, বিএলএলআরও, পুলিশ ও দমকল যৌথভাবে ফরিদপুর ও মাধাইগঞ্জের অবৈধ সাতটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটাগুলি ভেঙে গুঁড়িয়ে দেয় এবং দমকল জল দিয়ে ধুয়ে সাফ করে দেয়।
এই অভিযান করতে গিয়ে স্থানীয় বেশকিছু ইটভাটার মালিকদের ক্ষোভের মুখেও পড়তে হয় প্রশাসনিক আধিকারিকদের। বড় কোন বিপত্তি না হওয়ায় প্রশাসন সহজেই ফরিদপুর ও মাধাইগঞ্জে পরিকল্পনা মতো অভিযান শেষ করে রবিবার। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক শুভ সিংহরায় ও বিএলএলআরও অর্ণব বিশ্বাস বলেন, গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশে পরিবেশ বাঁচাতে ও ভূমি ক্ষয় রোধে রবিবার থেকে এলাকায় বেআইনি ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হল।
Like Us On Facebook