.
একটি ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের আউশগ্রামে। বুধবার আউশগ্রামের সোঁয়াতা গ্রামের খেলার মাঠ প্রায় ৬ ফুট লম্বা ময়াল সাপটিকে গ্রামের বাসিন্দারা দেখতে পান। বনদপ্তরে খবর দিলে বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে আউশগ্রামের জঙ্গলে ছেড়ে দেন। এদিন ময়াল সাপ দেখতে প্রচুর মানুষ ভীড় জামান।
Like Us On Facebook