পুজোর মুখে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করল। বৃহস্পতিবার বিকলে বর্ধমানের পুলিশ লাইনে আয়োজিত এক আনুষ্ঠানে অ্যাপটি লঞ্চ করলেন আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র। উপস্থিত ছিলেন আইজি বর্ধমান জোন সুব্রত মিত্র, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও পুলিশসুপার ভাস্কর মুখার্জী সহ অন্যান্যরা।
অ্যাপটি ব্যবহারের বিষয়ে বলতে গিয়ে পুলিশ আধিকারকরা জানান, জরুরি প্রয়োজনে মহিলারা যাতে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করতে পারে সেই লক্ষেই তৈরি করা হয়েছে অ্যাপটি। দুটি উদ্দেশ্যে অ্যাপটি ব্যবহার করা যাবে। প্রথমত মহিলারা এটিকে এসওএস অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত যে কেউ ট্রাফিক সম্বন্ধীয় অভিযোগ জানাতেও অ্যাপটি ব্যবহার করতে পারেন। তবে, একটি মোবাইল থেকে একটি উদ্দেশ্যেই অ্যাপটি ব্যবহার করা যাবে। অ্যাপটি এখন ‘গুগল প্লে’থেকে যে কেউ ডাউনলোড করতে পারে।
মহিলারা যদি এসওএস অ্যাপ হিসেবে এটিকে ব্যবহার করতে চান তবে অ্যাপটি ‘গুগল প্লে’ থেকে ডাউনলোড করে ‘ফিমেল আইকন’ টাচ করলে ব্যবহারকারীকে অ্যাপটিতে রেজিস্ট্রেশন করার অপশন আসবে। আপদকালীন পরিস্থিতিতে অ্যাপটি ব্যবহার করতে হলে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। রেজিস্ট্রেশন করার সময় ব্যবহারকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও প্রোফাইল ফটো দিতে হবে। একবার রেজিস্ট্রেশন করা থাকলে ব্যবহারকারী মহিলা বিপদে পড়লে অ্যাপের মধ্যে থাকা লাল ‘প্যানিক বাটন’ প্রেস করলেই মহিলার জিও লোকেশন ও প্রয়োজনীয় তথ্য সহ মেসেজ পুলিশের কন্ট্রোল রুম, স্থানীয় থানা এবং পুলিশের মোবাইল ভ্যানের আরটি অফিসারের কাছে পৌঁছে যাবে। এরপরই পুলিশ দ্রুততার সঙ্গে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করবে অথবা তাঁর কাছে পৌঁছে যাবে।
Download ‘Police Sathi’ App from Google Play
অন্যদিকে কেউ যদি অ্যাপটি ট্রাফিক সম্বন্ধীয় অভিযোগ জানানোর জন্য ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অ্যাপের হোম স্ক্রীনে থাকা ‘ট্রাফিক লাইট’ আইকন টাচ করলে অভিযোগ জানানোর স্ক্রীন খুলে যাবে। নাম, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট থানার নাম সহ অভিযোগ পাঠালে সেই মেসেজ পুলিশ কন্ট্রোল রুম এবং সংশ্লিষ্ট থানায় পৌঁছে যাবে।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বিপদে মহিলাদের সাহায্যের জন্যই অ্যাপটি চালু করা হয়েছে। কিন্তু কেউ যদি অ্যাপটির অপব্যবহার করে তবে পুলিশ তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। তুচ্ছ কারণে কেউ যদি প্যানিক বাটন প্রেস করে পুলিশকে ডাকে সেক্ষেত্রে পুলিশ সিআরপিসি ১০৭ ধারায় ব্যবস্থা নিতে পারে।