File Picture Collected from Internet

আগামী সপ্তাহ থেকেই পূর্ব বর্ধমান জেলায় শুরু হচ্ছে করোনার র‌্যাপিড টেস্ট। ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে তৈরি করা হয়েছে উন্নত পরীক্ষাগার। পরীক্ষাগারের মূল যন্ত্র আরটি-পিসিআর ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ সরবরাহ করেছে। প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের জাপানে তৈরি এই মেশিনটি বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। নাইসেডের প্রতিনিধিরা এসে তা দেখেও গেছেন। জেলা প্রশাসন তথা বর্ধমান মেডিকেল কলেজের হাতে পৌঁছে গেছে প্রায় ২০০ কিটও। শনিবারই করোনার টেস্টের জন্য মুখের লালা রসের নমুনা সংগ্রহ করার জন্য দুটি টেস্ট কিয়স্কও নিয়ে আসা হল। রবিবারই তা স্থাপন করা হবে বর্ধমা্ন মেডিকেল কলেজ এবং ক্যামরা কোভিড হাসপাতালে। এছাড়াও কালনা এবং কাটোয়াতেও এই কিয়স্ক স্থাপন করা হচ্ছে।

বর্ধমান জেলা ডেপুটি স্বাস্থ্যাধিকারিক সুনেত্রা মজুমদার জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় করোনা মোকাবিলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, আলিপুরদুয়ার থেকে শিক্ষা নিয়েই কেরালা মডেলে এই কিয়স্ক চালু করা হচ্ছে। বিশেষ করে তাঁরা নজর দিচ্ছেন ভিন রাজ্য থেকে বর্ধমানে আসা শ্রমিকদের ওপর। যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে এখানে ফিরছেন তাঁদের সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি থেকে নিয়ে এসে তাঁদের নমুনা সংগ্রহ করে ফের তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই কাজে একজনও যাতে বাদ না যায় তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত উদ্যোগই নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, যাঁরা এই নমুনা সংগ্রহ করবেন তাঁদের প্রশিক্ষণও দেওয়া হয়ে গেছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানেও একইভাবে এই কিয়স্কের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকবে এই কিয়স্ক।

Like Us On Facebook