প্রতিবছরের মত নতুনত্যকে প্রাধান্য দিয়ে ৫০ বছর পূর্তিতে পানাগড়ের অগ্রগামী ক্লাব দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ গড়ে এবার দুর্গা পুজোয় বাড়তি দর্শক টানতে চায়। থার্মোকল দিয়ে সুউচ্চ অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা হচ্ছে। ছৌ-নাচের ছায়া থাকছে প্রতিমায়। সঙ্গে থাকছে মানানসই আলোকসজ্জা। অগ্রগামী ক্লাবের সদস্য রামজি মন্ডল জানান এবছর পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। অগ্রগামী ক্লাবের ৫০ বছর উপলক্ষে এবছর পুজোর চারদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা ও বস্ত্র দান করা হবে। পুজোর উদ্ধোধন করতে আসছেন টিভি সিরিয়ালের এক জনপ্রিয় অভিনেত্রী।
Like Us On Facebook