বর্ধমান শহরের ময়ূরমহল মাতৃ সংঘের এবারের থিম ‘মৌমাছির দেশে’। আজকাল আমাদের চারপাশে আর সে ভাবে দেখা যায় না মৌমাছি ও মৌচাক। পুজোর কটা দিন সেই মৌমাছিদের জীবন চক্র সম্বন্ধে বাচ্চাদের আগ্রহী ও সচেতন করতে উদ্যোগী হল ময়ূরমহল মাতৃ সংঘ পুজো কমিটির উদ্যোক্তারা। এই মৌমাছির দেশে এলেই দেখা যাবে গাছে গাছে ছোট বড় অসংখ্য মৌচাক। জানা যাবে মৌমাছিরা কিভাবে ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে জমা করে মৌচাকে। পঞ্চম বর্ষে ময়ূরমহল মাতৃ সংঘের বাজেট প্রায় ১৬ লাখ টাকা। থিম মেকার কালনার সাধন দেবনাথ মাছ ধরার জাল, ফোম, থার্মোকল, বাঁশ ও কাপড় দিয়ে তৈরি করছেন এই মৌমাছির দেশ। প্রতিমা আনা হচ্ছে কলকাতার কুমোরটুলি থেকে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে প্রতিমা।

Like Us On Facebook