৬৭ তম বর্ষে আলমগঞ্জ বারোয়ারীর থিম ‘লক্ষ্য যখন শিকারে’। আদিবাসী সমাজের জীবন কথাকে তুলে ধরা হচ্ছে আলমগঞ্জ বারোয়ারীর পুজো মণ্ডপে। এবছরের বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। থিমের ভাবনা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার। মূলত বাঁশ, কঞ্চি, ফোম, পাট, তালপাতা, প্লাই ইত্যাদি ব্যবহার করে গড়ে তোলা হচ্ছে মণ্ডপ। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই হচ্ছে প্রতিমা।

দেখুন ২০১৬ সালে আলমগঞ্জ বারোয়ারীর পুজো

Like Us On Facebook