.

গত কয়েক বছর ধরে বর্ধমান শহরের পাশাপাশি বড়শুলের পুজোগুলিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছরই বড়শুল জাগরণী সংঘের থিম ভাবনা দর্শকদের প্রশংসা পাচ্ছে। ৩১তম বর্ষে বড়শুল জাগরণী সংঘের থিম ‘রূপসী বাংলা – শিকড়ের টানে মাটির গানে’। মণ্ডপে পল্লী বাংলার রূপ ফুটিয়ে তুলছেন শিল্পীরা। বর্ধমান সহ বাংলার বিভিন্ন শিল্পকর্ম যেমন- ডোকরা, পটচিত্র ইত্যাদির মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। তালপাতা, খড়, প্লাইউড, কাঠের গুঁড়ো সহ বিভিন্ন জিনিসের ব্যবহারে সেজে উঠছে জাগরণী সংঘের মণ্ডপ। এবারের বাজেট প্রায় ১৬ লাখ টাকা।




Like Us On Facebook