.
বর্ধমান শাঁখারিপুকুর বিবেকানন্দ সেবক সংঘের পরিচালনায় ২নং শাঁখারিপুকুর সার্বজনীন দুর্গোৎসবে এবারের থিম ‘জুরাসিক পার্ক’। ১৪তম বর্ষে প্রায় ১৫ লাখ টাকা বাজেটে বর্ধমানের মণ্ডপ শিল্পীরাই মণ্ডপ জুড়ে সৃষ্টি করছেন প্রাগৈতিহাসিক যুগের পরিবেশ। মণ্ডপ জুড়ে বিভিন্ন ধরণের ডাইনোসর দেখা যাবে। কিছু ডাইনোসরকে নড়াচড়া করতেও দেখা যাবে।
Like Us On Facebook