দুর্গাপুজোর কার্নিভাল, মহরমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের তথ্য ও সম্প্রচার দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক প্রিয়াংকা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, পুরপতি পরেশ সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও।
এদিন বর্ধমান শহরের মহরমের তাজিয়াগুলির বিচারে প্রথম পুরস্কার হিসাবে ২ লক্ষ টাকা দেওয়া হয় মেহেদীবাগান মহরম কমিটিকে, দ্বিতীয় পুরস্কার খাগড়াগড় মহরম কমিটিকে দেওয়া হয় ১ লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার দেওয়া হয় ভেড়িখানা মহরম কমিটিকে ৫০ হাজার টাকা সহ প্রত্যেককে একটি করে ট্রফি। এছাড়াও পুজো কার্নিভালে অংশ নেওয়া ৩০টি পুজো কমিটিকেও এদিন পুরস্কৃত করা হয়। কার্নিভালে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে সবুজ সংঘ এবং কাঞ্চননগর দুর্গাপুজো সমন্বয় কমিটি (১২টি পুজো একত্রিতভাবে)। তাদের দেওয়া হয় ৫ লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার ন্যাচারাল সিটি দুর্গাপুজো কমিটি এবং ২নং শাঁখারী পুকুর বিবেকানন্দ সেবক সংঘকে দেওয়া হয়। আর্থিক মূল্য আড়াই লক্ষ টাকা। তৃতীয় পুরস্কার দেওয়া হয় আলমগঞ্জ বারোয়ারি পুজো কমিটি এবং রথতলা দুর্গাপুজো সমন্বয় সমিতিকে, যার আর্থিক মূল্য দেড় লক্ষ টাকা। এছাড়াও চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানাধিকারীকেও পুরস্কৃত করা হয়। এদিন সংস্কৃতি লোকমঞ্চের এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন এবং জি-বাংলা খ্যাত তিন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।