ইসিএলের বনবহাল এলাকার শোনপুর বাজারি খোলা মুখ খনির প্রধান রাস্তা অবরুদ্ধ করে দিয়ে ইসিএলের কাজ হারানো ঠিকা নিরাপত্তারক্ষী ও তাঁদের পরিবারের সদস্যরা ইসিএলের পরিবহণ স্তব্ধ করে দিল বুধবার সকাল থেকে।

খবর পেয়ে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। ইসিএল কর্তৃপক্ষও এলাকায় সিআইএসএফ মোতায়েন করে। ইসিএলের ২২৬৮ জন বেসরকারি ঠিকা নিরাপত্তারক্ষীকে কয়েক মাস আগে ইসিএল কর্তৃপক্ষ বিনা নোটিশে বসিয়ে দেয় বলে অভিযোগ কর্মীদের। বার বার পুর্ননিয়োগের আবেদন করেও কোন ফল না হওয়ায় কাজ হারানো ঠিকা শ্রমিকরা বার বার পথ অবরোধ করেও বিফল হন। বুধবার সেই আন্দোলন ফের মাথা চাড়া দেওয়ায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ইসিএলের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।



Like Us On Facebook