ইসিএলের পান্ডবেশ্বর এরিয়া অফিসের সামনে বৃহস্পতিবার সকালে ধর্ণায় বসল ইসিএলের বিভিন্ন নিরাপত্তার কাজে যুক্ত বেসরকারি নিরাপত্তা কর্মীরা। সামনেই দুর্গাপুজো। প্রায় তিন মাস কাজ করে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলে ধর্ণায় বসলেন ইসিএলের পান্ডবেশ্বর এলাকায় নিযুক্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা।
বেসরকারি নিরাপত্তা কর্মীদের অভিযোগ, গত তিন মাস ধরে তাঁরা পারিশ্রমিক পাচ্ছেন না। সঙ্গে পাচ্ছেন না পিএফও। ধর্ণায় বসা রাজেশ রায় ও বিনয় ধীবররা জানান, তাদের দু’মাস ২৬ দিনের বকেয়া বেতন যতক্ষণ না মিটিয়ে দেওয়া হচ্ছে তাঁদের আন্দোলন চলবে। আন্দোলনকারীরা জানান, তাদের বকেয়া বেতন ইসিএলের কাছে চাইতে গেলে সেখান থেকে বলা হচ্ছে ফান্ড নেই, আবার বেসরকারি সংস্থার থেকেও কোনও আশানুরূপ উত্তর পাচ্ছেন না। এই অবস্থায় আজ থেকে ধর্ণায় বসেছেন তাঁরা। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।