লোডশেডিংয়ের বিরুদ্ধে আসানসোলের কল্যানেশ্বরী এলাকার ডিভিসি’র সাব স্টেশনের সামনে বিক্ষোভ বেসরকারি কারখানার কর্মীদের। শনিবার সকালে বিভিন্ন কারখানার কর্মীরা একজোট হয়ে বিক্ষোভে সামিল হন।

জানা গেছে, এদিন ডিভিসর কল্যানেশ্বরী সাব স্টেশনের আওতায় থাকা বেশ কিছু বেসরকারি কারখানার শ্রমিকরা কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ডিভিসি’র সাব স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের দাবি প্রতিদিন দীর্ঘসময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় কারখানাগুলিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে শ্রমিকরা ঠিকমতো কাজ পাচ্ছেননা। সামনেই দুর্গা পুজো। বিভিন্ন কারখনায় উৎপাদন ঠিকমতো না হলে বোনাস পাওয়া নিয়েও সমস্যা দেখা দেবে। সমস্যার সমাধানে এদিন শ্রমিকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন।

Like Us On Facebook