সুপ্রীম কোটের নির্দেশে আইনী জটিলতা কাটিয়ে অবশেষে প্রাথমিকে নিয়োগ পত্র দেওয়া শুরু হল পূর্ব বর্ধমানে। মঙ্গলবার ৯৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য।

মধুসূদন ভট্টাচার্য জানান, সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে জেলায় মোট ৭৫৯ জন চাকরী প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। মঙ্গলবার পর্ষদের নিয়ম মেনে কাউন্সিলিংয়ের পর প্রাথমিকভাবে ৯৮ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সকল চাকরী প্রার্থীর হাতেই ধাপে ধাপে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

আমাদেরই একাংশ আইনের দ্বারস্থ হওয়ায় আইনী জটিলতা তৈরী হয়। তাই ২০১৭ সালে ফর্মফিলাপ থেকে শুরু করে ২০২৪ দীর্ঘ ৭ বছর ধরে আইনী লড়াইয়ের পর নিয়োগপত্র পেয়ে স্বভাবতই খুশির কথা জানান চাকরী প্রার্থীরা। একই সঙ্গে নিয়োগপত্র হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদও জানান চাকরী প্রার্থীরা।

Like Us On Facebook