আগমী ২ এপ্রিল থেকে বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। বুধবার জেলা প্রশাসনের মনোনয়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল জেলাশাসকের কন্ফারেন্স রুমে। নমিনেশন সংক্রান্ত বিভিন্ন দিকগুলি নিয়ে বিশদে আলোচনা হয় এদিনের বৈঠকে।
বুধবার সকালে পুলিশ ও প্রশাসনের সঙ্গে জেলাশাসকের কনফারেন্স রুমে বৈঠক করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। বৈঠকের বিষয় ছিল সার্বিক ও সুষ্ঠভাবে মনোনয়ন পর্ব পরিচালনা করা। আগামী ২ এপ্রিল থেকে মনোনয়ন পর্ব শুরু হবে। মনোনয়ন জমার ক্ষেত্রে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না নয় তার জন্যই এই বৈঠক বলে জানা গেছে। বৈঠকে ঠিক হয় কার্জনগেটের প্রশাসনিক চত্বরে সিসিটিভি লাগানো হবে। একইসঙ্গে গুরুত্বপুর্ণ জায়গায় ব্যারিকেড করা হবে। বৈঠক শেষে এদিন পুলিশ আধিকারকরা প্রশাসনিক চত্বর ঘুরে দেখেন। কোথায় ব্যারিকেড বা সিসিটিভি বসানো যায় সেই বিষয়গুলি খতিয়ে দেখা হয়। জেলাশাসক জানান, মনোনয়নের সময় কোন রকম সমস্যা যাতে সৃষ্টি না হয়, সেই লক্ষে জেলা প্রশাসন সম্পুর্ন সতর্ক রয়েছে।