২১ জুলাই তৃণমূলের শহীদ স্মরণে ধর্মতলায় সভার সমর্থনে আসানসোলে তৃণমূলের মহামিছিল ও জনসভার কর্মসূচী নেওয়া হয় রবিবার৷ এদিনের মহামিছিল শুরু হয় আসানসোলের পুরানো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড় থেকে৷ মিছিলটি শেষ হয় সিটি বাসস্ট্যাণ্ডের কাছে৷ মিছিল শেষে একটি জনসভার আয়োজন করা হয়৷
এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন, বিদায়ী জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি সহ আরও অনেকে৷ এদিনের মহামিছিল ও জনসভায় জেলার সমস্ত নেতৃত্বকে দেখা গেলেও আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির অনুপস্থতি নিয়ে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন৷
এদিনের মহামিছিল ব্যাপক জনসমাগম ঘটে৷ মিছিল ও জন সমাবেশকে সম্বোধন করতে গিয়ে বিশ্বনাথ পাড়িয়াল বলেন বাংলায় রাম – রহিমের বিভাজন নেই ৷ তাই বাংলার বুকে বিজেপির ঠাঁই নেই৷ পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক বলেন ২০১৯-এ দেশের নতুন প্রধানমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী৷ ভাঁওতা বাজির সরকারের কাছ থেকে মানুষের সমর্থন সরে গেছে৷ দেশের সমস্ত উপনির্বাচনে মানুষ তা বুঝিয়ে দিয়েছে৷