.
প্রতি বছরের মতো এবারও শিবরাত্রি উপলক্ষে প্রায় পনেরো কিলোমিটারের বেশি রাস্তা পায়ে হেঁটে দামোদর থেকে জল নিয়ে শিবের মাথায় ঢাললেন বুদবুদের সোয়াই গ্রামের বাসিন্দারা। অধিকাংশই ছিল স্কুল পড়ুয়া। দীর্ঘদিন ধরে এই প্রথা মেনে শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালেন সোয়াই গ্রামের বাসিন্দারা। জানা গেছে, কাঁকসার সিলামপুরে দামোদর নদ থেকে বাঁকে করে জল নিয়ে খালি পায়ে প্রায় ১৫ কিলোমিটারের বেশি রাস্তা পার করে শিবের মাথায় জল ঢালেন ওই এলাকার বাসিন্দারা।
Like Us On Facebook