.

এবার সুনীল মণ্ডলের বিরুদ্ধে পোস্টার পড়ল বুদবুদের মানকরে। গত কয়েকদিন আগে থেকেই বুদবুদের মানকর, কাঁকসা ও গলসি এলাকায় সুনীল মণ্ডলের সমর্থনে তাঁকে গলসি বিধানসভায় প্রার্থী হিসেবে চেয়ে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল। এবার সুনীল মণ্ডলকে প্রার্থী হিসেবে না চেয়ে পাল্টা পোস্টার পড়ল গলসির বিভিন্ন এলাকায়। শুক্রবার সকাল থেকেই সেই পোস্টার নজরে আসাতে রীতিমতো এলাকার মানুষের মধ্যে জল্পনা শুরু হয়েছে। কে বা কারা এই সব পোস্টার সুনীল মণ্ডলের পক্ষে বা বিপক্ষে দিচ্ছে সেই নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বিষয়টি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানিয়েছেন বর্তমান সদর তৃণমূলের জেলা সহ-সভাপতি মো. জাকির হোসেন। উল্টোদিকে বিজেপির দাবি, গলসির মানুষ সুনীল মণ্ডলকে চায় দেখে তৃণমূলই তাঁর বিপক্ষে পোস্টার দিয়েছে।

Like Us On Facebook