চলে গেলেন বর্ধমানের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ তথা আইনজীবী ও সমাজসেবী সমীর কুমার রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার তাঁকে বর্ধমান হাসপাতালের সারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তাঁর করোনা র‌্যাপিড টেস্ট করানো হয়। তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসে। কোভিড হাসপাতালে স্থানান্তরিত করার আগেই বর্ধমান হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫২ সালের ৩০ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। এরপর সিএমএস স্কুল, রাজ কলেজ পেরিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক হন। বর্ধমান আদালতেই তিনি আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। সত্তরের দশকে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। ১৯৭৫ সালে বর্ধমান পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন খোসবাগান এলাকা থেকে। এরপর টানা ৭ বার কাউন্সিলর ছিলেন তিনি। ২০০৮ সালে বর্ধমান পৌরসভার বিরোধী দলনেতা নির্বাচিত হন। ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে বর্ধমান দক্ষিণ বিধান সভায় নির্দল প্রাথী হিসাবে দাড়িয়ে পরাজিত হন। বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোকস্তব্ধ বর্ধমানের রাজনৈতিক মহল।

Like Us On Facebook