লকডাউনে বর্ধমান শহরে মানুষের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনের ব্যবহার শুরু করল পুলিশ। রবিবার বর্ধমান শহরের সাহাচেতন, ভেড়িখানা, পিরবাহারাম, লক্ষীপুর মাঠ সহ বিভিন্ন এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালালো পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের নিয়ম ভেঙে অযথা বাইরে ঘোরাফেরা বন্ধ করতেই ড্রোনের ব্যবহার হচ্ছে। লকডাউনের সময় এবার নিয়মিত জেলা পুলিশের পক্ষ ফেকে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরেই বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের কাছে অভিযোগ আসছিল যে মূল রাস্তায় পুলিশি নজরদারি থাকলেও বিভিন্ন পাড়ার ভিতর জমায়েত করে জমিয়ে আড্ডা চালাচ্ছে বেশ কিছু যুবক। এমনকি কোথাও কোথাও ভিড় করে বসছে মদ,গাঁজার আসর। সঙ্গে জুয়ার ঠেক। খবর পেলেই অভিযানও চালাচ্ছিল পুলিশ। কিন্তু পুলিশ আসার খবর পেয়েই এলাকা ফাঁকা হয়ে যাচ্ছিল। তাই এবার ড্রোন ক্যামেরার মাধ্যমে উপর থেকেই আগে কে কোথায় আছে দেখে নিয়ে নির্দিষ্ট স্থানে অভিযান চালাবে পুলিশ। লকডাউন ভেঙে যে কোন জায়গায় জমায়েত নজরে এলেই পুলিশের পক্ষ থেকে গ্রেফতারও করা হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।