অণ্ডালের খান্দরার ভুঁইয়া পাড়ার দেবানন্দ খুনের ঘটনায় ধৃতদের দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করালো অণ্ডাল থানার পুলিশ। পুলিশের তদন্তকারি আধিকারিকরা বুধবার দেবানন্দের স্ত্রী লালমতি ও আগের পক্ষের দেওর অমরজিৎকে ভুঁইয়া পাড়ার বাড়িতে নিয়ে গিয়ে খুনের পুনর্নির্মাণ করালো। পুরো ঘটনাটি পুলিশের পক্ষ থেকে ভিডিও রেকর্ডিং করা হয়।
এদিন দেবানন্দের খুনিদের দেখতে ভুঁইয়া পাড়ায় ভিড় উপছে পড়ে। পুলিশ তাদের দিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করায় এবং একই সঙ্গে ভিডিও রেকর্ডিংও করা হয়। ধৃতরা সেদিনের পুরো ঘটনা পুলিশের সামনে অভিনয় করে দেখায়।
ঠান্ডা মাথায় এই খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতবাক। ভুঁইয়া পাড়ার লালমতির প্রতিবেশীরা জানান, খুনের পর তিনদিন পর্যন্ত লালমতি সত্য ঘটনা চেপে দেবানন্দ নিখোঁজ হয়ে যাওয়ার মিথ্যা কথা বলে সকলকে বিভ্রান্ত করেছে। ভুঁইয়া পাড়া চায় খুনি অমরজিৎ ও লালমতির দৃষ্টান্ত মূলক শাস্তি হোক।