আন্ডালের ধান্ডারডিহি গ্রামে জুয়ার আসরে জুয়াড়িদের মধ্যে বচসা ও মারধরের ঘটনার খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ জুয়ার ঠেকে অভিযানে গিয়ে জুয়ারিদের হাতে আক্রান্ত হল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে অন্ডাল থানার অন্তর্গত ধান্ডারডিহি গ্রামে। আহত পুলিশকর্মীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে আট জনকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ধান্ডারডিহি গ্রামের ঠাকুরকোদা বুড়ি কালীমন্দিরে অগ্রহায়ণের কালীর পুজো ছিল। পুজো ঘিরে এলাকায় জুয়ার আসর বসে এবং জুয়াড়িদের মধ্যে মারপিট শুরু হয়। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ হানা দেয় ওই জুয়ার আসরে। সেখানে পুলিশের সাথে বচসা বাধে জুয়ারীদের। ঘটনায় বচসা থেকে দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। জুয়ারিদের আক্রমণে রঞ্জিত মাহাতো নামে এক পুলিশ আধিকারিক সহ কয়েকজন সিভিক ভলান্টিয়ার জখম হন। ঘটনায় পুলিশকর্মী রঞ্জিত মাহাতোর চোয়াল ভেঙে গেছে বলে স্থানীয়রা জানান। বর্তমানে রঞ্জিতবাবু সহ অন্য আহত পুলিশ কমীরা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে সুত্রের খবর। ঘটনার পরই এলাকায় যায় বড় পুলিশ বাহিনী। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ রাজীব ভান্ডারী সহ সাত জনকে গ্রেফতার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ বুধবার তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।