শনিবার সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ২০ কিলোমিটার দীর্ঘ এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। এদিন সকাল সাড়ে সাতটায় বর্ধমানের তালিত থেকে শুরু হয় এই র্যালি। শেষ হয় ভাতারের ওড়গ্রামে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কুণাল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মিস পুষ্পা সহ প্রায় ৫০ জন পুলিশ আধিকারিক অংশ নেন এই র্যালিতে।
পথ দুর্ঘটনা কমাতে পুলিশ সুপারের নেতৃত্বে এই র্যালি থেকে ট্রাফিক আইনভঙ্গকারীদের নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য সচেতন করা হয়। পাশাপাশি হেলমেটহীন বাইক আরোহীদের হেলমেট প্রদান করা হয় এবং ভবিষ্যতে বিনা হেলেমেটে বাইক চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়। চারচাকা গাড়ির চালক ও সামনের সিটে বসা আরোহীদের সিটবেল্ট বাঁধার প্রয়োজনীয়তা বোঝানো হয়। র্যালি শেষে ওরগ্রামে একটি সচেতনতা শিবির করা হয়।