থানার মধ্যে লকআপের কয়েদি ও মহিলা সিভিক ভলান্টিয়ারদের সামনে হিন্দী গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচা এক পুলিশ আধিকারিকের ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। এই ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়াল। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তড়িঘড়ি ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত পুলিশ আধিকারিককে কর্তব্যরত অবস্থায় বিধিভঙ্গের দায়ে পুলিশ লাইনে ক্লোজড করল। ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানায়। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম কৃষ্ণসাধন মন্ডল।
সম্প্রতি এসআই কৃষ্ণসাধন মন্ডল আসানসোলের চিত্তরঞ্জন থানায় বদলি হয়ে এসেছেন। ঘটনাটি ঘটার সময় এসআই কৃষ্ণসাধন মন্ডল হীরাপুর থানায় পোস্টিং ছিলেন। থানার মধ্যে ‘টুকুর টুকুর দেখতে হো ক্যায়া…’ এই জনপ্রিয় হিন্দী গানের সঙ্গে থানার মধ্যে পুলিশের পোশাক পরে কর্তব্যরত অবস্থায় কোমর দুলিয়ে নাচেন ওই এসআই। এই নাচ লকআপ থেকে যেমন কয়েদিরা উপভোগ করেছে তেমনই থানায় কর্তব্যরত মহিলা সিভিক ভলান্টিয়াররা কৃষ্ণসাধনবাবুকে নাচে উৎসাহিত করতে হাততালি দিচ্ছেন। আর এই ছবিটি ক্যামেরাবন্দী করে ওই পুলিশ আধিকারিকের কোন সহকর্মী সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতেই ভাইরাল হয়ে যায়।এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের আধিকারিকরা বিষয়টি কমিশনার লক্ষী নারায়ন মীনার নজরে আনেন বলে জানা গেছে। এরপরই কমিশনারের নির্দেশে চিত্তরঞ্জন থানার সাব ইন্সপেক্টর কৃষ্ণসাধন মন্ডলকে সাময়িক সাসপেন্ড করে আসানসোলের পুলিশ লাইনে ক্লোজড করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, কয়েক বছর আগে দুর্গাপুরের কোক ওভেন থানার তৎকালীন ওসি অভিজিৎ চট্টোপাধ্যায় থানার এক অনুষ্ঠানে প্রকাশ্যে মঞ্চে কোমর দুলিয়ে নাচার দায়ে সাসপেন্ড হয়েছিলেন।