গোলাগুলি থেকে রক্ষা পেতে নয়, বর্ধমানের বিজয়রামে চোলাই লুকোতে তৈরি করা হয়েছিল বাঙ্কার। পুলিশের চোখকে ফাঁকি দিতে রীতিমতো বাঙ্কারের কায়দায় মাটি খুঁড়ে তাতেই চোলাই লুকিয়ে রাখতে দেখা গেল পূর্ব বর্ধমানের বিজয়রামে। যা দেখে হতবাক স্বয়ং আবগারী দফতরের কর্মীরাও।

বৃহস্পতিবার জেলা আবগারী সুপার তপন কুমার মাইতির নেতৃত্বে এক বিশেষ অভিযান চালানো হয় বিজয়রামের একাধিক চোলাইয়ের ঘাঁটিতে। সঙ্গে ছিল বর্ধমান থানার পুলিশ। এদিনের অভিযানে প্রায় ২০০০ লিটার চোলাই তৈরির কাঁচামাল ও ২০০ লিটার চোলাই নষ্ট করা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় প্রায় ৩০ টি ভাটি। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৫০ টি হাঁড়ি। যদিও কাউকে গ্রেফতার করা যায়নি। রীতিমতো বাঙ্কার বানিয়ে মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছিল চোলাই ও চোলাই তৈরির উপকরণ।


Like Us On Facebook