আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ১৬কিমি ম্যারাথন দৌড় আয়োজিত হল। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির অঙ্গ হিসাবে আয়োজিত হয় এই ম্যারাথন দৌড়। রবিবার সকালে এই ম্যারাথন দৌড় আসানসোল পোলো গ্রাউন্ড থেকে শুরু হয়ে শেষ হয় কুলটি ক্লাবের সামনে। ১৬কিমি দীর্ঘ এই ম্যারাথন দৌড়ে প্রথম হয়েছেন জামসেদপুরের অর্জন টুডু, দ্বিতীয় আসানসোলের হাফিজুল মন্ডল এবং তৃতীয় হয়েছেন চিত্তরঞ্জনের রাহুল কুমার রাজোয়ার। উল্লেখ্য, ইসিএলের প্রাক্তন কর্মী ৭৪ বছর বয়স্ক কমলদেও সিং এই ম্যারাথন দৌড়ে অংশ নেন এবং দৌড় শেষ করতে সমর্থ হন। এদিনের ম্যারাথন দৌড়ে প্রচুর মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন।
Like Us On Facebook