মঙ্গলবার আসানসোলের বারাবনি থানার মদনপুর গ্রামে প্রচার চলাকালীন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিস ঘেরাও করল বামফ্রন্ট।
এদিন সকাল সাড়ে দশটা নাগাদ আসানসোলের রবীন্দ্রভবন থেকে মিছিল করে কমিশনারেট অফিস পৌঁছয় বামফ্রন্টের নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন সিপিএম-এর রাজ্য কমিটির সদস্য মদন ঘোষ, বংশগোপাল চৌধুরি প্রমুখ। বারাবনি থানার ওসির অপসারণ চেয়ে মদন ঘোষ জানান, অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ নিরাপত্তা দেয়নি। বাম প্রার্থীর প্রচার রুখতে বিজেপি ও তৃণমূল সম্মিলিত ভাবে হামলা চালিয়েছে।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন
Like Us On Facebook