.
আউশগ্রামের প্রতাপপুর ডাঙ্গাপাড়া হাই স্কুলের বুথের সামনে পুলিশ জমায়েত সরাতে গেলে আউশগ্রামের ভাল্কি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মিদ্যার সঙ্গে পুলিশের বচসা হয়। তৃণমূল নেতা অরূপ মিদ্যা পুলিশকে হুঁশিয়ারি দেন শীতলকুচি করতে যাবেন না। তিনদিন পর আমাদের সরকার আসবে। তখন আপনাকে দেখে নেব। এদিন ১৫৩ নম্বর বুথের সামনে জমায়েত হয়েছিল বলে অভিযোগ। পুলিশ জমায়েত সরাতে গেলে তৃণমূল নেতা অরূপ মিদ্যা পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।
Like Us On Facebook