প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কবি অটলবিহারী বাজপেয়ীর শ্রদ্ধায় আসানসোলের গুজরাটি ভবনে রবিবার কবি সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই কবি সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় ভারী শিল্প দফতরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

বাবুল এদিন কবি সম্মেলনে যোগ দিয়ে বলেন, ‘অটলজি মহান ব্যক্তি ছিলেন। তারই স্মৃতি ও সম্মানে আয়োজিত এই কবি সম্মেলনে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি।’ এদিন কবি সম্মেলনে উপস্থিত হয়ে বাবুল সুপ্রিয় কিছু কবিতাও শোনান। এদিনের এই সম্মেলনে অনেক কবি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপি নেতা-নেত্রীরা।

Like Us On Facebook