পরিযায়ী এবং অন্য কয়েকটি প্রজাতির পাখি সহ ২ জন চোরাশিকারিকে গ্রেফতার করল বনদফতর। ধৃত দু’জনের নাম তপন মন্ডল ও সঞ্জয় ঢালি, এদের বাড়ি কাঁকসার গোপালপুর এলাকায়। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়।
বর্ধমান বিভাগীয় বনদফতরের সহ-বনাধিকারিক সোমনাথ চৌধুরী জানিয়েছেন, শীতের মরসুমে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা আসে পূর্ব বর্ধমান জেলায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিযায়ী পাখিদের শিকার করত ধৃতরা। ধৃত তপন মন্ডল ও সঞ্জয় ঢালিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এরা কাঁকসার গোপালপুর এলাকার বাসিন্দা। এরা জাল দিয়ে বিভিন্ন প্রজাতির পাখি ধরে বেশি দামে অসাধু ব্যবসায়ীদের বিক্রি করত। এদের কাছ থেকে পরিযায়ীসহ ৫টি বিভিন্ন প্রজাতির পাখি, পাখি শিকারের জাল উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তদের ব্যবহৃত ২ টি মোটর বাইকও।
Like Us On Facebook